ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) সদস্যদের জন্য দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“ওয়ার্কশপ অন ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফর রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক)” শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এই কর্মশালা শেষ হয়েছে শনিবার (২৬ আগস্ট)।
কর্মশালায় র্যাকের প্রায় ৪০জন সদস্য অংশ নিয়ে হাতে কলমে অনুসন্ধানী সাংবাদিকতা, ক্রস-বর্ডার অনুসন্ধান, ডেটা জার্নালিজম ও দুদকের আইন-কানুনসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
দুদক পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক, জিআইজেএন বাংলা’র সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী, টিআইবির পরিচালক মোহাম্মদ তাওহীদুল ইসলাম আলাদা আলাদা তিনটি সেশন পরিচালনা করেন।
দিনের শুরুতে টিআইবির পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং র্যাক সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মশালা।
দিন শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন টিআইবি নির্বাহী পরিচালক ও র্যাকের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ইফতেখারুজ্জামান।
ভবিষ্যতে র্যাক সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে টিআইবি পাশে থাকবে বলে জানান তিনি।