ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতার জন্য বাধা: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য প্রধান অন্তরায়।’ সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে এই আইনে দায়ের হওয়া মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টিআইবির নির্বাহী পরিচালক।

উপাত্ত সংরক্ষণ আইনসহ আরও বেশ কিছু নতুন আইন তৈরি হচ্ছে যেগুলোর সব কটিতেই সাংবাদিকতা বা মত প্রকাশে স্বাধীনতা বিপন্ন হতে পারে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে নিজেদের নানা উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এর প্রয়োগ আরও বেশি হতে পারে।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি এতটাই নিপীড়নমূলক যে এটিকে সংশোধন করেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়। একমাত্র সমাধান হচ্ছে এটি বাতিল করা।’

টিআইবির এই নির্বাহী পরিচালকের মতে, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে গণমানুষের মাঝে তথ্য পৌঁছে দিতে ও জনসচেতনতা তৈরিতে সাহসী ভূমিকা পালন করছেন। দুর্নীতিমুক্ত ও সুশাসিত দেশ গঠনে গণমাধ্যমকর্মীরা যাতে এ সাহসী ভূমিকা অব্যাহত রাখতে পারেন এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা ও নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার জন্য সরকার, গণমাধ্যম মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র‍্যাকের সভাপতি আহাম্মদ ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ সংগঠনের অন্য সদস্যরা। এ ছাড়া উপ‌স্থিত ছি‌লেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম, একই বিভাগের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

Somokal News
Notice Board

র‌্যাকের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ছাড়া সকল সদস্য র‌্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ এ অংশ নিতে পারবেন। অ্যাওয়ার্ডের জন্য দুর্নীতি বিষয়ক রিপোর্ট ১ জানুয়ারি ২০২৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত হতে হবে। কোন ক্যাটাগরিতে ৩টির কম প্রতিবেদন জমা হলে পুরস্কার দেয়া হবে না। অ্যাওয়ার্ড ক্যাটাগরি- ১. প্রিন্ট মিডিয়া একটি, ২. ইলেক্ট্রনিক মিডিয়া একটি এবং ৩. অনলাইন পোর্টাল ক্যাটাগরিতে একটি। রিপোর্ট জমা দেয়ার শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৩

Notice Board

Sl NoDate PublishedSubjectLink
1October 31, 2023দায়িত্বপালনরত সংবাদকর্মীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি র‌্যাকের আহ্বান view
2October 31, 2023সাংবাদিক রহমান মাসুদকে অপহরণের ঘটনায় র‌্যাকের উদ্বেগ view
3July 18, 2023সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকির ঘটনায় র‌্যাকের উদ্বেগ ও নিন্দা view

১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুপথ

১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা

৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা

Scroll to Top