দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
গত ২৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে র্যাক সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান।
এ সময় তিনি বলেন, ওয়েবসাইট তৈরি করে র্যাক একটি ভালো সাংগঠনিক কাজ করেছে। এর ফলে সংগঠনটি আরো স্মার্ট হলো।
অনুষ্ঠানে ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিয়ে র্যাক সভাপতি আহম্মদ ফয়েজ বলেন, র্যাকের জন্য এইকট ভার্চুয়াল ঠিকানা হলো এই ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে র্যাকের কার্যক্রম যেমন তুলে ধরা যাবে তেমনি দেশ বিদেশ থেকে মানুষ র্যাক সম্পর্কে ধারণা পাবে সংগঠন সম্পর্কে।
তিনি বলেন, ভবিষ্যতে একটি নিউজি-ভিত্তিক ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে র্যাকের।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক, র্যাক সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।
মতবিনিময় সভা পরিচালনা করেন দুদক সচিব মাহবুব হোসেন।