র‌্যাকের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের জনসংযোগ ভবনে র‌্যাকের কার্যালয়ে বিগত কমিটির সদস্যরা নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুঝিয়ে দেন।

নতুন কমিটির সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফকে সদ্য বিদায়ী কমিটির সভাপতি জেমসন মাহবুব ফুল দিয়ে বরণ করার পর দায়িত্ব হস্তান্তর করেন। একইভাবে নতুন সাধারণ সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক তাবারুল হককে ফুল দিয়ে বরণ করে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে র‌্যাকের নতুন ও বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে র‌্যাকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও র‌্যাকের সহসভাপতি আবুল কাশেম ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির প্রধান প্রতিবেদক শফিক শাহীন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, নবরাজের প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া পদাধিকার বলে বিদায়ী কমিটির সভাপতি জেমসন মাহবুব ও সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ কার্য নিবাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Notice Board

র‌্যাকের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক ছাড়া সকল সদস্য র‌্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ এ অংশ নিতে পারবেন। অ্যাওয়ার্ডের জন্য দুর্নীতি বিষয়ক রিপোর্ট ১ জানুয়ারি ২০২৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত হতে হবে। কোন ক্যাটাগরিতে ৩টির কম প্রতিবেদন জমা হলে পুরস্কার দেয়া হবে না। অ্যাওয়ার্ড ক্যাটাগরি- ১. প্রিন্ট মিডিয়া একটি, ২. ইলেক্ট্রনিক মিডিয়া একটি এবং ৩. অনলাইন পোর্টাল ক্যাটাগরিতে একটি। রিপোর্ট জমা দেয়ার শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৩

Notice Board

Sl NoDate PublishedSubjectLink
1October 31, 2023দায়িত্বপালনরত সংবাদকর্মীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি র‌্যাকের আহ্বান view
2October 31, 2023সাংবাদিক রহমান মাসুদকে অপহরণের ঘটনায় র‌্যাকের উদ্বেগ view
3July 18, 2023সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকির ঘটনায় র‌্যাকের উদ্বেগ ও নিন্দা view

১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুপথ

১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা

৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকা

Scroll to Top