শুরু হয়েছে রিপোর্টার্স অ্যাগইনস্ট করাপশন (র্যাক)-গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আন্তঃ সাংবাদিক সংগঠন ফুটবল টুনার্মেন্ট-২০২৩। বুধবার (২৫ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আয়োজনটি শুরু হয়।
টুনার্মেন্টি উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। এ সময় তিনি বলেন, সবাই যেন দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে পারি সে জন্য কাজ করতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে। দেশে অনেক উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে। কিন্তু উন্নয়নকে খেয়ে ফেলে করাপশন।
তিনি আরও বলেন, এই আয়োজনটি অত্যন্ত চমৎকার। খেলাধুলার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কাজ করায় আমি সাধুবাদ জানাই।
র্যাকের আয়োজনে টাইটেল স্পন্সর হয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. জান্নাতুল নাঈম। এ ছাড়া অন্য পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন নতুন ধারা অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামান। পাশাপাশি চলতি টুর্নামেন্টে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক পৃষ্ঠপোষকতা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাকের সভাপতি আহাম্মদ ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুব প্রমুখ।
ঢাকার বিভিন্ন গণমাধ্যমের বিট ভিত্তিক সাংবাদিকদের ১৫টি সংগঠন এবারের আয়োজনে অংশ নিয়েছে। সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সবাই একটি ম্যাচ খেলে। এরপর কোয়ার্টার ফাইনাল খেলে শেষ চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী শুক্রবার সকাল নয়টায় দুই সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে— বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরাম, ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি), ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব), এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব), শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এবং রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।