‘দুর্নীতির বিরুদ্ধে লড়ি একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন(দুদক) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত আন্তঃ সাংবাদিক সংগঠন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিশন অব বাংলাদেশ (ক্র্যাব)। শুক্রবার (২৭ অক্টোবর) জমজমাট ফাইনাল ম্যাচে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে (বিএসপিএ) টাইব্রেকারে (৩-১) গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ক্র্যাব)। যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপ দলের হাতে শিরোপা তুলে দেন।
প্রধান অতিথির যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমি র্যাকের এই আয়োজন দেখে সত্যিই অভিভূত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে একটি টুর্নামেন্ট হতে পারে সেটি র্যাকের নেতৃবৃন্দ প্রমাণ করেছেন। আমি এমন আয়োজনের জন্য র্যাকের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুবসহ আয়োজকদের অভিনন্দন জানাই।
রাসেল আরও বলেন, র্যাকের এই প্রশংসনীয় উদ্যোগ সাংবাদিকতো বটেই পুরো সমাজের জন্য একটা অনুকরণীয় বার্তা বহন করবে। সামনের দিনগুলোতে আপনাদের যে কোনো আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালায় যেভাবে পাশে থাকা প্রয়োজন সেভাবেই পাশে থাকবে। আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করি।
এদিন বঙ্গবন্ধু আউটার (পল্টন মাঠ) স্টেডিয়ামে সকাল সাড়ে ১১ টায় জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় দুই সেমিফাইনালেল প্রথম ম্যাচে আয়োজক দল র্যাককে হারিয়ে ফাইনালে ওঠে ক্র্যাব। দ্বিতীয় ম্যাচে হেলথ রিপোর্টার্স ফোরামকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ ক্রীড়া লেখক সাংবাদিক সমিতি। ফাইনালে ১০-১০ মিনিটের সিক্সে সাইড ফুটবল টুর্নামেন্টের দুই পর্বের খেলা গোলশূন্য ড্র হলে ৩ শটের পেনাল্টির মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। ৩ শটের মধ্যে ক্র্যাব ৩ টি গোল করলেও বিএসপিএ একটি শট মিস করে। সেরা গোলরক্ষক হন ক্র্যাবের মনিরুল ইসলাম । ম্যান অব দ্যা ম্যাচ ও টুনার্মেন্ট হন ক্র্যাবের রাকিব মানিক ও মনির হোসেন উজ্জ্বল ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান নতুন ধরার পরিচালক মো: শাহিন মিয়া শিকদার, টেলিটকের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো: সাইফুর রহমান প্রমুখ। বিট ভিত্তিক সাংবাদিকদের ১৫ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টে কো স্পন্সর ছিল নতুন ধারা ও টেলিটক।
গত ২৫ অক্টোবর নকআউট পদ্ধতির মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুদকের কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে( পল্টন মাঠ) শেষ হয় প্রথমবারের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ে এ আয়োজন।
র্যাক সভাপতি ফয়েজ আহম্মদ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুব, সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক সাফিউদ্দিন আহমেদ, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফ বাবলু, ক্রীড়া সম্পাদক আলী তালুকদারসহ র্যাক নেতৃবৃন্দ টুনার্মেন্ট সফলভাবে শেষ করার জন্য অংশগ্রহণকারী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকার বিভিন্ন গণমাধ্যমের বিট ভিত্তিক সাংবাদিকদের ১৫টি সংগঠন এবারের আয়োজনে অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে— বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ফায়ার সার্ভিস রিপোর্টার্স ফোরাম, ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি), ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব), এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব), শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এবং রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।