গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল বিএনপি ও জামায়াত এবং অপরাপর বিরোধী দলের সমাবেশ ও মহাসমাবেশের সময় প্রায় ৩০জন সংবাদকর্মী হামলা ও আঘাতের শিকার হয়েছেন। গণমাধ্যমের গাড়ি ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটেছে।
রাজনৈতিক সমাবেশে সাংবাদিকরা কোন পক্ষ নয় বরং ঘটনার নির্মোহ প্রত্যক্ষদর্শী। তবুও সাংবাদিকদের ওপর এমন হামলা ও কাজে বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক)।
সোমবার (৩০ অক্টোবর, ২০২৩) এক বিবৃতিতে র্যাক কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এ নিন্দা জানান।
র্যাক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তাঁরা তা জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু এই দায়িত্ব পালনের সময় তাঁদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সে জন্য সব রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে র্যাক।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় র্যাক।
বার্তা প্রেরক-
সৈয়দ ঋয়াদ
দপ্তর সম্পাদক