সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকির ঘটনায় র‌্যাকের উদ্বেগ ও নিন্দা

তারিখ : ১৮ জুলাই ২০২৩
সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকির ঘটনায় র‌্যাকের উদ্বেগ ও নিন্দা
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক)।
মঙ্গলবার সংগঠনের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এক বিবৃতিতে এই প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন। নেতারা মনে করেন – দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং বলিষ্ঠ প্রতিবেদন প্রকাশে আপোষহীন একজন জ্যেষ্ঠ সংবাদকর্মীকে এভাবে প্রাণনাশের হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য চরম উদ্বেগের এবং দেশের প্রচলিত আইনের ব্যত্যয়।
বিবৃতিতে র‌্যাক নেতার অনতিবিলম্বে হুমকিদাতা কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ময়দান ডিগ্রি কলেজ, সোনাহাট হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইসলাম হোসেনকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
প্রসঙ্গত কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ময়দান ডিগ্রি কলেজ, সোনাহাট হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ইসলাম হোসেন সোমবার (১৭ জুলাই ২০২৩) বিকেলে এ হুমকি দেন। ঘটনার পর এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২৩৪) নথিভুক্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের স্বার্থে ইসলাম হোসেনের সঙ্গে কথা বলতে চান প্রতিবেদক। এ লক্ষ্যে তিনি নিজের পেশাগত পরিচয় উল্লে­খ করে ইসলাম হোসেনকে মুঠোফোনে এসএমএস পাঠান। পরে হোয়াটস অ্যাপে ফোন করেন। ফোন রিসিভ করলে ইসলাম হোসেনকে সংবাদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করা হয়। আর সঙ্গে সঙ্গে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিবেদককে ‘সাংবাদিকতা শিখিয়ে দেয়া হবে’ বলে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। প্রতিবেদককে দেখে নেয়া হবে-মর্মে প্রাণনাশের হুমকিও দেন ওই ব্যক্তি।
সৈয়দ ঋয়াদ
দপ্তর সম্পাদক

RAC Statement for Sayed Ahmed

 

Scroll to Top